২৫ অক্টোবর ২০২২ - ১৯:১৯
স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির জন্য পশ্চিমারা নিষেধাজ্ঞা দিচ্ছে: রাশিয়া

পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করে রাশিয়া বলেছে, ইউক্রেন যুদ্ধের মধ্যে স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরি করার জন্য পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে।

ইউরোপীয় ইউনিয়নে আটক রাশিয়ার বৈদেশিক মুদ্রা ইউক্রেনে পাঠানোর বিষয়ে ইইউভুক্ত দেশগুলো যে প্রস্তাব দিয়েছে সে ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পশ্চিমা কয়েকটি দেশ রাশিয়ার সম্পদের একটা বিরাট অংশ চুরি করেছে।

গত সপ্তাহে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন ইউরোপীয় ইউনিয়নের উচিত রাশিয়ার যে বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে তা ইউক্রেনে পাঠানো।

এ প্রসঙ্গে দিমিত্রি পেসকভ বলেন, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের এই প্রস্তাব সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক। এটি সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন সম্পদের ওপর হামলা। রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনে পাঠানোর এ ধরনের যেকোনো উদ্যোগ আন্তর্জাতিক আইন এবং রীতির লঙ্ঘন হবে বলেও মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীনভাবে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞা আরোপের মধ্যদিয়ে রাশিয়ার ৬৪০ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা আটক করেছে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো।#

342/